যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য জাতিসংঘ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ফারহান হক এ ঘোষণা দেন।
ফারহান হক জানান, গাজায় চলমান সংঘাতের কারণে গত দুই বছরে পূর্ণমাত্রায় টিকাদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এর ফলে অন্তত ৪৪ হাজার শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। এই শিশুদের টিকার আওতায় আনার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি পরিচালনায় যুক্ত থাকবে ইউনিসেফ, আনরোয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শিশুদের ডিপথেরিয়া, যক্ষা, হুপিং কাশি, হেপাটাইটিস বি, পোলিও, নিউমোনিয়া, হাম, মাম্পস ও রুবেলা টিকার ডোজ প্রদান করা হবে।
গাজার ১৫০টি স্বাস্থ্যকেন্দ্র ও ১০টি মোবাইল ক্লিনিকে প্রায় ১৫০ জন প্রশিক্ষিত চিকিৎসক এবং ৪৫০-এর বেশি স্বাস্থ্যকর্মী এই কর্মসূচি পরিচালনা করবেন। টিকার ডোজ, সিরিঞ্জ এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম ইতোমধ্যে গাজায় পৌঁছে গেছে বলে ফারহান হক জানিয়েছেন।

