ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা এলাকা থেকে ১১ বছর আগে নিহত এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। লেফটেনেন্ট হাদার গোল্ডিন ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় হামাসের হাতে নিহত হন এবং তখন তার মরদেহ হামাসের নিয়ন্ত্রণে চলে যায়। খবর দিয়েছে আলজাজিরা ও টাইমস অব ইসরায়েল।
হামাস সদস্যরা রাফার ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় জিম্মিদের মরদেহ খুঁজছিলেন। এ সময় তারা হাদার গোল্ডিনের লাশ উদ্ধার করেন।
গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর রাফার একটি সুড়ঙ্গে ১০০–২০০ হামাস যোদ্ধা আটকা পড়ে। যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলকে তাদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে বলা হয়। তবে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির ঘোষণা করেন, যদি হামাস হাদার গোল্ডিনের মরদেহ ফেরত দেয়, তখন তারা হামাস যোদ্ধাদের নিরাপদে বের হতে দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ২০১৪ সালের ১ আগস্ট হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার এক ঘণ্টা পর হামাসের সশস্ত্র সদস্যরা একটি সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালান, যার ফলে গোল্ডিনসহ তিনজন সেনা নিহত হন।

