গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্নের কারণে ইতালির সাংবাদিক বরখাস্ত

গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্নের কারণে ইতালির সাংবাদিক বরখাস্ত

রোমের নোভা নিউজ এজেন্সির ব্রাসেলস-ভিত্তিক সংবাদদাতা গাব্রিয়েলে নুনজিয়াতি তার চুক্তি থেকে অব্যাহতি পেয়েছেন। কারণ, তিনি ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তাকে গাজা পুনর্গঠনের ব্যয় বহনের বিষয়ে সরাসরি প্রশ্ন করেছিলেন।

মাত্র এক মাস আগে সাংবাদিক হিসেবে দায়িত্ব নেওয়া নুনজিয়াতি বরখাস্তের নোটিশ পাওয়ার পর দ্য ইন্টারসেপ্টকে জানিয়েছেন, সংস্থার পক্ষ থেকে তিনি আর কোনো সহযোগিতা পাচ্ছেন না। ইতালিয় সংবাদমাধ্যম Fanpage প্রথমে এই খবর প্রকাশ করে।

ঘটনাটি ঘটেছিল ১৩ অক্টোবরের এক প্রেস কনফারেন্সে, যেখানে নুনজিয়াতি ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহোকে প্রশ্ন করেন। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নের পরিস্থিতির সঙ্গে গাজার পুনর্গঠন তুলনা টানেন এবং জিজ্ঞেস করেন, “রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের জন্য অর্থ দিতে হয়, তাহলে কি ইসরায়েলকেও গাজার পুনর্গঠনের ব্যয় বহন করা উচিত?”

পিনহো জবাবে বলেন, “এটি আকর্ষণীয় প্রশ্ন, তবে এ বিষয়ে আমার কোনো মতামত নেই।”

প্রশ্ন করার পর একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। দুই সপ্তাহ পর নুনজিয়াতি ইমেইল পান যে সংস্থাটি তার সঙ্গে আর সহযোগিতা করবে না। নোভা নিউজের মুখপাত্র ফ্রান্সেস্কো সিভিতা দ্য ইন্টারসেপ্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতালির পার্লামেন্ট সদস্য আনা লাউরা অররিকো এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন এবং বলেন, “যদি ঘটনাটি সত্য হয়, তবে এটি একটি সংবাদমাধ্যমের জন্য লজ্জাজনক।”

সূত্র: প্রেস টিভি

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *