গাজীপুর নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ভোররাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভিআইপি পরিবহনের একটি বাস রাতভর পার্ক করা ছিল। ভোররাত সাড়ে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসটির ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন জানান, “রাতে মহাসড়কের পাশে রাখা বাসে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নয়। আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ বলেন, “ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।”
এর আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও একইভাবে অগ্নিসংযোগ করা হয়। সেখানেও কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
পুলিশ বলছে, সাম্প্রতিক এই ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর পেছনের কারণ ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

