গুজব ছড়িয়ে সাময়িক আলোচনাতে আসলেও সেটা কার্যকরী নয়: জ্যোতির বিস্ফোরক মন্তব্য

গুজব ছড়িয়ে সাময়িক আলোচনাতে আসলেও সেটা কার্যকরী নয়: জ্যোতির বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবশেষে মুখ খুললেন সহ-খেলোয়াড় জাহানারা আলমের সাম্প্রতিক অভিযোগ নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জ্যোতি বলেন, “গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসা যায়, কিন্তু তাতে কোনো ফল মিলবে না।”

সম্প্রতি জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম একাধিক অভিযোগ তোলেন অধিনায়ক নিগারের বিরুদ্ধে—যার মধ্যে ছিল অনৈতিক সুবিধা নেওয়া এবং জুনিয়রদের প্রতি দুর্ব্যবহারের বিষয়ও। এই ঘটনার পর থেকেই ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

বুধবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে জ্যোতি লেখেন,

“কিছু বলছি না মানে এই নয় যে বলার কিছু নেই। দলটা আমাদের সবার। যখন আমরা সবচেয়ে ভালো সময় পার করছি, তখন এত নেতিবাচক মন্তব্য, ব্যক্তিগত প্রতিহিংসা আর আক্রমণাত্মক ভাষা সত্যিই কষ্ট দেয়।”

তিনি আরও লেখেন,

“আমার অবাক লাগে, যারা একসময় এই দলকে আগলে রেখেছেন, সাফল্য-ব্যর্থতা দুটোই দেখেছেন, তারাই আজ দল নিয়ে এমন নেতিবাচক কথা বলছেন। কেউ বাদ পড়লে বা ফর্মে না থাকলে, দলের সবকিছুই হঠাৎ খারাপ মনে হয় কেন?”

দলের মধ্যে কোন্দলের গুঞ্জন উড়িয়ে দিয়ে জ্যোতি জানান,

“শ্রদ্ধা তাদের প্রাপ্য যারা এই দলের প্রতি আস্থা রেখেছেন। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসা গেলেও সেটা কখনোই কার্যকর হবে না—এমনটাই আশা করি।”

জ্যোতির এই বক্তব্যে বোঝা যাচ্ছে, দলীয় ঐক্য ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার বার্তাই দিতে চেয়েছেন বাংলাদেশ নারী দলের এই অধিনায়ক।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *