গুলিস্তানে ঝটিকা মিছিল: আটক ৩ জন আ.লীগ কর্মী

গুলিস্তানে ঝটিকা মিছিল: আটক ৩ জন আ.লীগ কর্মী

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটেছে।

মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে তারা সাধারণ পথচারীর ছদ্মবেশে হকি স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিলেন। শুরুতে সাধারণ স্লোগান দেওয়ার পর হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন।

ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে। পুলিশ জানায়, আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। তবে সাধারণ নাগরিক সেজে হঠাৎ মিছিল শুরু করার কারণে তাদের শনাক্ত করা প্রথমে কঠিন হয়।

সহকারী কমিশনার আরও জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ছাত্রলীগ, যুবলীগ নাকি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তা এখনও নিশ্চিত নয়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *