চাঁদপুরে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চাঁদপুরে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রূপসা ইউনিয়নের রুস্তমপুর সমিতির পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজিবাড়ির হোসেন মিজির ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির প্রতিনিধি হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাঢ়িবাড়ি জামে মসজিদের ইমাম কাউসার আহমেদ জানান, “রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ফোনে কথা বলছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়কের দিক থেকে এক ব্যক্তি দৌড়ে এসে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করতে করতে রাঢ়িবাড়ির ভেতরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পরই মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর দ্রুত বের হয়ে যান।”

তিনি আরও বলেন, “এ সময় সেতুর পাশে মাছ ধরছিলেন সোহেল নামের এক ব্যক্তি। তিনি মোটরসাইকেলে থাকা দুজনকে ধাওয়া করেন এবং টেঁটা দিয়ে একজনকে আঘাত করেন। তখন দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। কিছুক্ষণ পর পাশের দিক থেকে গুলির শব্দ শুনে গিয়ে দেখি, রুহুল আমিন গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছেন।”

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানমুকুর চাকমা

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “নিহতের শরীরে বুক ও মুখে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি ডাকাতির ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে খুন—তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। মামলার প্রস্তুতিও চলছে।”

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *