চাঁদাবাজদের সঙ্গে জোটের চেয়ে মৃত্যুই শ্রেয় বলে বিস্ফোরক মন্তব্যঃ হাসনাত আব্দুল্লাহর

চাঁদাবাজদের সঙ্গে জোটের চেয়ে মৃত্যুই শ্রেয় বলে বিস্ফোরক মন্তব্যঃ হাসনাত আব্দুল্লাহর

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, পাড়া-মহল্লার চাঁদাবাজদের সঙ্গে কোনো অবস্থাতেই জোট করে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। তিনি মন্তব্য করেন, “চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চেয়ে মৃত্যু বেছে নেওয়াই ভালো।”

তিনি বলেন, বিএনপি অনেক কষ্ট করে দলটিকে টিকিয়ে রেখেছে, তবে দলের মধ্যে কিছু নেতাকর্মী নিজেদেরই নেতাদের দ্বারাই সমস্যায় পড়েছেন। “আমরা রক্ত ও ঘাম দিয়ে মানুষের ভোটের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। বিএনপির মধ্যে এখনো অনেক সৎ মানুষ আছেন, যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। তাদের আমরা আমাদের দলে নিতে চাই,” বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “অনেকে কোরাম নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু প্রয়োজনীয় কার্যক্রমে তাদের উপস্থিতি কম থাকে। ভালো কর্মী থাকলেই শক্তিশালী কমিটি গঠন করা সম্ভব।”

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে বলেন, “আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি। কিন্তু অনেকেই এখন ভয়-ভীতি দেখিয়ে মানুষকে ফ্যাসিবাদী শাসনের দিকে ঠেলে দিতে চাইছে। যারা সাহসী, তারা কখনো ভীত দেখায় না, বরং জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করে।”

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম। সঞ্চালনা করেন জেলা জাতীয় ছাত্রশক্তির নেতা মো. সাগর হোসেন। কেন্দ্রীয় নেতারা দলীয় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *