চিকিৎসার জন্য দেশের বাইরে যে দেশে যাচ্ছেন তামিম

চিকিৎসার জন্য দেশের বাইরে যে দেশে যাচ্ছেন তামিম

হৃদরোগের জটিলতা কাটিয়ে ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। ওই দিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছাড়েন এবং তখন থেকেই শোনা যাচ্ছিল, উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে বিদেশে নেয়া হতে পারে।

হাসপাতাল ত্যাগের পর বিসিবির একজন চিকিৎসক জানান, তামিম বর্তমানে ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শে বাড়িতে ফিরে গেছেন। পরবর্তী চিকিৎসার ব্যাপারে তার পরিবারই সিদ্ধান্ত নেবে।

এখন এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিজ বাড়িতে অবস্থান করছেন তামিম। শনিবার ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, তামিম বর্তমানে বেশ ভালো আছেন।

তিনি আরও জানিয়েছেন, তামিম সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যাবেন, তবে কবে যাবেন তা নিশ্চিতভাবে বলা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি খুব শিগগিরই বিদেশে যেতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *