বেশ কয়েকদিন ধরে অফ ফার্মের গণ্ডিতে আবদ্ধ ছিল লিট কুমার দাস। তার এই অফ ফর্মের কারণে বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও, তবে গতকাল ঢাকার হয়ে দুর্দান্ত পারফরমের পর নির্বাচকরা বিবেচনায় আনছে লিটনের নাম।
তাইতো এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরতে লিটনকে দেওয়া হয়েছে একটি শর্ত, যদি এই শর্তে লিটন উত্তীর্ণ হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রপির দলে তার নাম বিবেচনা করা হবে এমনটি জানিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আশরাফুল ।
শর্তটি হল, বিপিএলের আগামী পাঁচ ম্যাচে লিটনকে ধরে রাখতে হবে পারফর্মের ধারাবাহিকতা আগামী পাঁচ ম্যাচেও তাকে এভাবেই খেলে যেতে হবে আর তাহলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে লিটন দাস ।