গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেসব নেতা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে বা জনগণের সঙ্গে তামাশা করবে, তারাই রাজনীতি থেকে আওয়ামী লীগের মতো বিলীন হয়ে যাবে। তিনি বলেন, তরুণ প্রজন্ম জনগণের পাশে দাঁড়িয়ে আগামী রাজনীতিকে এগিয়ে নিতে চায়।
রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টায় গাইবান্ধার সুন্দরগঞ্জের বাহির গোলা চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ছিল। কিন্তু গত ১৬ বছরে ভিন্নমত দমনে, জামায়াত-বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হামলা চালিয়ে, দেশীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিদেশের হাতে হস্তান্তরের বিরুদ্ধে নতুন প্রজন্ম—স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণেরা—গণঅভ্যুত্থানের মাধ্যমে ঐ দলকে রাজনীতি থেকে বিলীন করেছে।”
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশে যে বিভাজন, হিংসা ও বিদ্বেষের রাজনীতি চলেছে, সাধারণ মানুষ এতে জীবন দিয়েছেন। কিন্তু নেতারা সবসময় নিরাপদে থেকেছেন। জুলাই অভ্যুত্থানের পর দেশ ও রাজনীতির গতিপথ নির্ধারণ করবে এ দেশের নতুন প্রজন্ম ও সাহসী তরুণরা।”
তিনি আরও বলেন, “যে তরুণেরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এবং পরিবর্তন এনেছিল, সেই তরুণরাই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। তারা আপনার সন্তান, আপনার ভাই—তাদের পাশে সবাইকে থাকতে হবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন—
- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খাঁন সজিব,
- প্রতিষ্ঠালীন সংগঠক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা মোন্নাফ,
- জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক রুমন বসুনিয়া,
- উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মিয়া প্রমুখ।

