বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। তবে সেই চিঠি কোনো কার্যকর প্রভাব ফেলবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।”
গত শনিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আওয়ামী লীগ দাবি করে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়। তাই এই নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘ ও ইউএনডিপির প্রতি আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে বলা হয়, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘের উচিত হবে নির্বাচন-সংক্রান্ত সহায়তা স্থগিত রাখা এবং সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত করা। আওয়ামী লীগের দাবি, ইউএনডিপির চলমান ‘ব্যালট প্রজেক্ট’ ও নির্বাচনী সহায়তা কার্যক্রম আন্তর্জাতিক আইন, জাতিসংঘের নীতিমালা এবং নিরপেক্ষ নির্বাচনের মানদণ্ড লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।
অন্যদিকে, সরকারের মতে, দলীয় এই চিঠির মাধ্যমে জাতিসংঘের নীতি বা অবস্থানে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

