জামায়াতের দাবি: প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি

জামায়াতের দাবি: প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ার পর জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়ে আমরা সংকটমুক্ত ও স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেই আশা পূরণ হয়নি।”

তিনি আরও জানান, জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে এবং তার ওপর ভিত্তি করে নভেম্বর মাসে গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এতে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্য নেতা।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *