জার্সিতে পাকিস্তানের নাম রাখতে ভারতকে যে স্পষ্ট বার্তা দিল আইসিসি

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে ভারতকে যে স্পষ্ট বার্তা দিল আইসিসি

ভারত সরকারের নানা টালবাহানার কারণে পাকিস্তান এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারছে না। অবশেষে অনেক নাটকীয়তার পর হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।

ভেন্যু নিয়ে জটিলতার পর এবার নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে, আর তা হলো জার্সি নিয়ে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতের জাতীয় দলের জার্সিতে রাখা নিয়ে আপত্তি জানাচ্ছে বিসিসিআই।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এমন কোনো দাবি প্রকাশ করেনি এবং এর সত্যতা এখনও নিশ্চিত হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে খবরটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে পিসিবি। তারা বলছে, ভারত খেলায় রাজনীতি ঢুকাচ্ছে। তবে পিসিবির আশা, এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের পক্ষে সিদ্ধান্ত নেবে।

এদিকে, দুই দেশের বাক্যবাণের ঝড় আইসিসির কানেও পৌঁছেছে। পাকিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ এর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির এক কর্মকর্তা বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।

আইসিসি ওই কর্মকর্তার স্পষ্ট বার্তা, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য আয়োজক দেশের নাম নিজেদের জার্সিতে লেখা বাধ্যতামূলক। সেইসাথে টুর্নামেন্টের নির্ধারিত লোগোও প্রদর্শন করতে হবে।

তিনি বলেন, “প্রতিটি দলের দায়িত্ব হলো নিজেদের জার্সিতে টুর্নামেন্টের লোগো যুক্ত করা। সব দলকে এই নিয়ম মেনে চলতে হবে।”

আইসিসি আরও জানিয়েছে, যদি কোনো দল আয়োজক দেশের নামযুক্ত লোগো প্রদর্শন করতে ব্যর্থ হয়, তবে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

ঐতিহ্যগতভাবেই আয়োজক দেশের নামযুক্ত করে টুর্নামেন্টের লোগো ডিজাইন করা হয় এবং সব দলের জন্য এটি জার্সিতে যুক্ত করা বাধ্যতামূলক। এমনকি আয়োজক দেশে ম্যাচ না হলেও এই লোগোটি জার্সিতে লাগানোর নির্দেশনা রয়েছে। মূলত, টুর্নামেন্টের ব্রান্ডিং বৃদ্ধির জন্যই আইসিসি এমন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এবারও তারা এই নিয়মের বাইরে যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *