জাহানারার অভিযোগে মঞ্জু ক্ষুব্ধ : ‘আমার কি স্ত্রী-মেয়ে-বোন নেই’

জাহানারার অভিযোগে মঞ্জু ক্ষুব্ধ : ‘আমার কি স্ত্রী-মেয়ে-বোন নেই’

সম্প্রতি বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম ও রুমানা আহমেদের যৌন হয়রানির অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়ে বলেছেন, “ধরুন, আপনার সঙ্গে আমি একবার বাজে ব্যবহার করেছি, কিন্তু যদি দ্বিতীয়বারও করি, আপনি কি প্রমাণ রাখবেন না? ওরা এত বড় অভিযোগ করেছে, কিন্তু প্রমাণ বা ডকুমেন্টস দেখাচ্ছে না কেন?”

মঞ্জু আরও বলেন, নারী ক্রিকেটে খেলোয়াড়দের স্বাস্থ্য ও মেয়েলি বিষয় নিয়ে যে কোনো সিদ্ধান্ত ম্যানেজমেন্টের সমন্বয়ে নেওয়া হয়। “এই বিষয়ে প্রথম আসে ফিজিও, ট্রেনার ও হেড কোচ; তারপর আমি। খেলোয়াড় যদি চোটে পড়ে বা মেয়েলি সমস্যায় ভুগে, সেটি আমি সরাসরি জানি না; তা কোচ ও ফিজিওর মাধ্যমে জানা যায়,” তিনি জানান।

মঞ্চে অভিযোগের প্রমাণ না থাকার প্রসঙ্গে মঞ্জু প্রশ্ন তোলেন, “আমার কি স্ত্রী-মেয়ে-বোন নেই? আমাকে এত বছর আপনারা দেখছেন—কখনো কি আমার ব্যাপারে এমন কিছু শুনেছেন? আর অভিযোগ থাকলেও কেন আগে প্রকাশ্যে আসে নি?”

তিনি আরও বলেন, ম্যানেজার হিসেবে তাঁর দায়িত্ব খেলোয়াড়দের কল্যাণ এবং দলের সমন্বয় নিশ্চিত করা, ব্যক্তিগতভাবে কারো উপর নির্যাতন বা উত্ত্যক্তি চালানো নয়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *