জুনিয়রদের মারধরের গুরুতর অভিযোগে অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে

জুনিয়রদের মারধরের গুরুতর অভিযোগে অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে

বাংলাদেশ নারী দলে বিস্ফোরক অভিযোগ, অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে মুখ খুললেন জাহানারা আলম

অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটালেন সাবেক টাইগ্রেস পেসার জাহানারা আলমকালের কণ্ঠ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শুধু ক্ষমতার অপব্যবহারই করেননি, বরং জুনিয়রদের শারীরিকভাবে নির্যাতনও করেছেন।

জাহানারার ভাষায়,

“জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। বিশ্বকাপের সময়ও অনেকেই আমাকে জানিয়েছে, ‘না আপু, এটা আর করব না—আবার থাপ্পড় খেতে হবে।’ দুবাই সফরেও এক জুনিয়রকে রুমে ডেকে থাপ্পড় মেরেছিল।”

তিনি আরও যোগ করেন,

“জ্যোতি তো অনেক সময় ফিটনেস টেস্টই দেয় না। ফিটনেস সেশন এড়িয়ে সহকারী কোচকে নিয়ে ব্যাটিং অনুশীলন করে। ছোটবেলা থেকেই এমন উল্টোপাল্টা আচরণ করে আসছে—মারামারি করে হাসপাতালে যাওয়ার রেকর্ডও আছে।”

জাহানারা অভিযোগ করেন, জ্যোতি জুনিয়রদের দিয়ে ব্যক্তিগত কাজ করান,

“সিলেটে প্রচণ্ড গরমে ফিটনেস সেশনের পর দেখি এক জুনিয়র ওর কিটব্যাগ টানছে মাঠজুড়ে। ওর ব্যাগ নামানো থেকে মাথা টেপানো—সব কিছুই করায় জুনিয়রদের দিয়ে। কেউ সাহস পায় না না বলতে।”

এখানেই শেষ নয়, দলের ভেতর গ্রুপিংয়ের বিষয়েও মুখ খুলেছেন জাহানারা।

“জ্যোতির আলাদা একটা গ্রুপ আছে—পিংকি (ফারজানা হক), ইশমা (তানজিম), রাবেয়া (খান) আর এখন সুমাইয়াও যোগ দিয়েছে। এই প্যানেলটাই দলে প্রভাব খাটাচ্ছে।”

নারী ক্রিকেটে এমন ভয়ংকর অভিযোগ প্রকাশ্যে আসায় ক্রিকেট মহলে এখন তোলপাড়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *