জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে ২০২৬ সালে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, “জুলাই সনদের মাধ্যমে যে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে, সেটিকে আইনি স্বীকৃতি দিতে হবে। এই ভিত্তি ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।”
সমাবেশে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত পরে জানানো হবে।

