জেলা প্রশাসকদের যে ক্ষমতা দিলেন প্রধান উপদেষ্টা

জেলা প্রশাসকদের যে ক্ষমতা দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই।’’ তিনি আরও বলেন, ‘‘কারো ধমক শুনবেন না, স্বাধীনভাবে কাজ করুন।’’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘যেটা দেশের জন্য প্রয়োজন, যেটা আইন অনুসারে করতে হবে, সেটাই করুন।’’ তিনি জেলা প্রশাসকদেরকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক থাকার নির্দেশ দেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘‘আমরা আইন করেছি, কিন্তু সেটা গ্রামে-গঞ্জে পৌঁছায়নি। আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।’’ তিনি এও বলেন, ‘‘বিনা কারণে মানুষকে হয়রানি করা যেন আমাদের কাজ না হয়ে দাঁড়ায়। সরকারের কাজ মানুষকে হয়রানি করা নয়, বরং মানুষের অধিকার পৌঁছে দেওয়া।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *