পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ছুঁয়ে ফেললেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার বিরাট কোহলির আরেকটি বড় মাইলফলক। কোহলি টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও বাবর এখনও দাপটের সঙ্গেই খেলছেন সংক্ষিপ্ত এই ফরম্যাটে।
রোববার রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। তার ফিফটিতেই টি–টোয়েন্টিতে বিরাট কোহলির করা সর্বোচ্চ ফিফটির সংখ্যাকে স্পর্শ করেন পাকিস্তানের এই তারকা।
টি–টোয়েন্টিতে ১২৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩৮ ফিফটির সাহায্যে বিরাট কোহলি করেছিলেন ৪ হাজার ১৮৮ রান। বাবর আজম এরই মধ্যে ১৩৪ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৩৮ ফিফটির মাধ্যমে সংগ্রহ করেছেন ৪ হাজার ৩৯২ রান—যা কোহলির চেয়েও বেশি।
জিম্বাবুয়ের বিপক্ষেই আরেকটি অর্জন যোগ হয়েছে বাবরের ঝুলিতে। রোববার রাওয়ালপিন্ডিতে তার সেই ৭৪ রানের ইনিংস খেলার পথে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকেও পেছনে ফেলেছেন তিনি।
টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—তিন ফরম্যাট মিলিয়ে তামিম খেলেছেন ৩৯১ ম্যাচ, করেছেন ২৫ সেঞ্চুরি ও ৯৪ ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৪৯ রান। বাবর আজম এখন পর্যন্ত ৩৩৪ ম্যাচে ৩২ সেঞ্চুরি ও ১০৫ ফিফটিতে করেছেন ১৫ হাজার ২৫৯ রান, যা তামিমের চেয়ে ১০ রান বেশি।

