টি-টোয়েন্টিতে সব দলকে টেক্কা দিয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে সব দলকে টেক্কা দিয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন ইতিহাস গড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ ওভারে ৩০৪ রান তুলে আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েছে তারা।

এর আগে সর্বোচ্চ দলীয় স্কোরের তালিকায় শীর্ষে ছিল জিম্বাবুয়ে (৪ উইকেটে ৩৪৪, গাম্বিয়ার বিপক্ষে) এবং নেপাল (৩ উইকেটে ৩১৪, মঙ্গোলিয়ার বিপক্ষে)। তবে টেস্ট খেলুড়ে দুই দলের লড়াইয়ে এমন রেকর্ড এবার প্রথম করল ইংল্যান্ড।

শুক্রবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারেই ১৬৬ রান তোলে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩০৪। দলের হয়ে ঝড় তোলেন ফিল সল্ট—মাত্র ৬০ বলে ১৫টি চার ও ৮টি ছক্কায় খেলেন ১৪১ রানের দারুণ ইনিংস। টি-টোয়েন্টি ইতিহাসে এটি সপ্তম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

এছাড়া জস বাটলার ৩০ বলে ৮৩ এবং অধিনায়ক হ্যারি ব্রুক ২১ বলে ৪১ রান করে দলকে পাহাড় সমান সংগ্রহ গড়তে সাহায্য করেন।

রানের পাহাড় তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি। জোফরা আর্চার, স্যাম কারান, লিয়াম দাওসন ও উইল জ্যাকসের দাপটে ১৬.১ ওভারেই ১৬৮ রানে গুটিয়ে যায় তারা। ফলে ১৪৬ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ফল নির্ধারিত হয়েছিল ডিএল মেথডে, যেখানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। আগামীকাল নটিংহ্যামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *