টি–টোয়েন্টির ২০ বছর পূর্তি উদযাপনে নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়া সিরিজে বিশেষ ২০ ডলারের টিকিট উৎসব

টি–টোয়েন্টির ২০ বছর পূর্তি উদযাপনে নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়া সিরিজে বিশেষ ২০ ডলারের টিকিট উৎসব


নিউজিল্যান্ড ক্রিকেট (NZC) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ২০ বছর পূর্তি উদযাপনে বিশেষ আয়োজন করছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল–হ্যাডলি ট্রফির তিন ম্যাচের সিরিজে থাকছে রেট্রো থিম, বিশেষ পণ্য এবং ২০ ডলারের টিকিট অফার।

NZC জানিয়েছে, ২০ আগস্ট সকাল ১০টা থেকে ২০ ঘণ্টার জন্য চলবে ‘ক্রিকেট নেশন ফ্ল্যাশ সেল’। এই সময়ের মধ্যে সমর্থকরা সীমিত আসনে মাত্র ২০ ডলারে টিকিট সংগ্রহ করতে পারবেন। অফার চলবে ২১ আগস্ট সকাল ৬টা পর্যন্ত অথবা আসন শেষ হওয়া পর্যন্ত।

২০০৫ সালে অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার স্মৃতিকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে এই সিরিজে খেলোয়াড় ও দর্শকদের জন্য রেট্রো থিম থাকবে। সমর্থকরা ব্ল্যাকক্যাপসের ঐতিহ্যবাহী বেইজ জার্সি, হেয়ারস্টাইল এবং অন্যান্য থিমে অংশ নিতে পারবেন।

NZC–র চিফ মার্কেটিং অফিসার গ্লেন ক্রিচলি বলেন, “চ্যাপেল–হ্যাডলি ট্রফি মানেই উত্তেজনা। টি-টোয়েন্টির ২০ বছর উদযাপন এতে আরও স্মরণীয় হবে। আমরা আশা করি, ২০ ডলারের টিকিট দ্রুত শেষ হয়ে যাবে।”

অস্ট্রেলিয়ান সমর্থকরাও ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। কিউই ভক্তদের মাঠ ভরিয়ে তোলার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। সমর্থক গোষ্ঠী ‘বেইজ ব্রিগেড’ও রেট্রো উৎসবে অংশ নিতে বেইজ পোশাক পরার ডাক দিয়েছে।

সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৪ অক্টোবর বে ওভালে। আয়োজকরা আশা করছেন টিকিট বিক্রি শুরু হতেই ব্যাপক সাড়া মিলবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *