টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতার প্রতীক টেম্বা বাভুমা। ব্যাট হাতে বছরজুড়ে স্থিরতা এবং নেতৃত্বে দৃঢ়তার সমন্বয় দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক। ২০২১ সাল থেকে প্রতি বছরই তার টেস্ট গড় ক্রমেই বেড়েছে, যা ধারাবাহিক পারফরম্যান্সের এক চমকপ্রদ গল্প বলে।
ধারাবাহিক ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও বাভুমা স্থাপন করেছেন বিরল রেকর্ড। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তিনি একমাত্র অধিনায়ক, যিনি নিজের প্রথম ১১ টেস্টের ১০টিতে দলকে জয় এনে দিয়েছেন। সমালোচকদের দেওয়া ‘চোকার্স’ তকমা পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকাকে টেস্টের বিশ্বজয়ের স্বপ্ন বাস্তব করে দিয়েছেন।
ব্যাটার হিসেবে শৃঙ্খলিত, অধিনায়ক হিসেবে দৃঢ়—দুটো গুণের সমন্বয়ে বাভুমা এখন দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের সাফল্যের প্রতীক।
📌 টেম্বা বাভুমার টেস্ট গড় (২০২১–২০২৫)
🏏 ২০২১: ৫৩.৬০
🏏 ২০২২: ৪০.০৭
🏏 ২০২৩: ৫০.৪০
🏏 ২০২৪: ৫৫.৮৮
🏏 ২০২৫ (এখন পর্যন্ত): ৬৬.৫০

