ঢাকাসহ পাঁচ স্থানে একযোগে যানবাহনে অগ্নিকাণ্ড, আতঙ্কে সাধারণ মানুষ

ঢাকাসহ পাঁচ স্থানে একযোগে যানবাহনে অগ্নিকাণ্ড, আতঙ্কে সাধারণ মানুষ

রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও পুড়ে গেছে একাধিক যানবাহন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছেন, রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১২ নম্বর ডিওএইচএস এলাকার সামনে থেমে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে একটি হিউম্যান হলারে (লেগুনা) আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

একই রাতে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় থেমে থাকা আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে পার্ক করা ট্রাকে আগুন দেওয়া হয়। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জের গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পিকআপটি সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের অনলাইন ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সম্প্রতি রাজধানী ও আশপাশের জেলাগুলোতে ধারাবাহিকভাবে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *