ঢাকা-১৭ ও বগুড়া-৪ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম

ঢাকা-১৭ ও বগুড়া-৪ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম

হিরো আলম ঢাকা-১৭ ও বগুড়া-৪ আসনে রাজনৈতিক দলের হয়ে সংসদপ্রার্থী

বিনোদন জগতের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। সূত্রে জানা গেছে, তিনি গণঅধিকার পরিষদের হয়ে প্রার্থী হতে পারেন। তবে হিরো আলম জানিয়েছেন, এবারে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করবেন।

হিরো আলম বলেন, “সময় হলে সব কিছু জানাব। তবে এটুকু বলতে পারি—এবার আমি স্বতন্ত্র নই, একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেব। কয়েক দিনের মধ্যে জানাতে পারব কোন দলের হয়ে অংশ নিচ্ছি।”

সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই হিরো আলম ও নুরুল হক নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এমনকি বিএনপির নেতা নুর হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন।

হিরো আলম এবার দুটি আসন থেকে নির্বাচন করবেন—ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)। তিনি বলেন, “এর আগেও আমি দুটি আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক রয়েছে। ঢাকায় নির্বাচনের ঘোষণা দেয়ার পর অনেকেই উৎসাহ দিয়েছে, তখন আমি ভাবলাম—যদি জনগণ চায় আমি অংশ নিই, কেন দুই জায়গা থেকে করব না?”

ঢাকা-১৭ আসনে বর্তমানে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ প্রার্থী। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীর সঙ্গে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে।

বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে আরও একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকায় প্রতিযোগিতা তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *