তামিমএর মাঠে ফেরা নিয়ে যা জানালেন চাচা আকরাম খান

তামিমএর মাঠে ফেরা নিয়ে যা জানালেন চাচা আকরাম খান

তামিম ইকবালের ওপর দিয়ে একটি বড় ধরনের বিপদ চলে গিয়েছে। তবে মহান আল্লাহর ইচ্ছায় তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। ২৪ মার্চ হার্ট অ্যাটাকের পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তিনি, তবে সেই মুহূর্তেও খেলা নিয়ে চিন্তিত ছিলেন। এমনকি ডিপিএলের ৮ম রাউন্ডের খেলায় টসও করেছিলেন।

অনেকেই মনে করছেন, তামিম নতুন জীবন পেলেও তাকে আর ক্রিকেট মাঠে দেখা যাবে না। তবে তামিমের চাচা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, তামিম আবারো ক্রিকেটে ফিরবেন, খেলোয়াড় হিসেবে।

তবে এজন্য তামিমকে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে বলে মনে করেন আকরাম। তিনি আশা করছেন, আগামী এক মাসের মধ্যে তামিম স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আকরাম বলেন, “আশা করছি এক মাস পর তামিম স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। মনে হয় না এতে কোনো সমস্যা হবে।”

তামিমের হার্টে রিং বসানো হয়েছে হৃদরোগের চিকিৎসা হিসেবে। তবে তার চাচা মনে করেন, রিং থাকলেও তামিমের খেলোয়াড়ী জীবনে কোনো সমস্যা হবে না। বিশেষ করে ডিপিএল ও বিপিএল-এ তিনি অনায়াসে খেলার সুযোগ পাবেন, এমনটাই বিশ্বাস আকরামের।

আকরাম আরও বলেন, “অনেকে রিং নিয়ে খেলছে। জীবনযাত্রা একটু পাল্টাতে হবে, কারণ সমস্যা হয়েছে। তবে জীবনযাপন ঠিক থাকলে কোনো সমস্যা হবে না। তামিমের যে সামর্থ্য এবং মানসিক দৃঢ়তা রয়েছে, আমি বিশ্বাস করি সে সহজেই ফিরে আসবে মাঠে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *