তামিমকে দেখতে হাসপাতালে ছুটে এলেন মুশফিক, রিয়াদ

তামিমকে দেখতে হাসপাতালে ছুটে এলেন মুশফিক, রিয়াদ

তামিম ইকবালের হার্টে রিং পরানোর পরই স্বস্তি পেয়েছিলো পরিবার ও সমর্থকরা। চিকিৎসকরা জানিয়েছিলেন পর্যবেক্ষণে থাকলেও আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে। তবে আরও বড় সু সংবাদ হলো ইতোমধ্যে জ্ঞান ফিরেছে সাবেক টাইগার কাপ্তানের। পরিবারের সদস্যদের পাশাপাশি কথা বলেছেন বিসিবি কর্তাদের সাথেও।

সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে তামিমের সফল অস্ত্রোপচার হয়। শারীরিক পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকবেন বলে জানা গেছে।

তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে হাসপাতালের ডিরেক্টর রাজীব হাসান যেমনটা বলছিলেন, ‘যত ধরনের চিকিৎসা প্রয়োজন, সবকিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুথলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।’

তামিমের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা!
এদিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতে সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও দেখা করতে গেছেন তামিমের সাথে। পরিবারের সদস্য ছাড়াও তামিমের পাশে হাজির হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও। জ্ঞান ফেরার পর তাদের সাথে কথা হয়েছে তামিমের।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *