তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল। টসে জিতে ব্যাটিং নিয়েছিল শাইনপুকুর। তবে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। ড্রেসিংরুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান।

একপর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশে বিকেএসপির মাঠে নেওয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারে কেপিজে হাসপাতালে (সাবেক ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে) নেওয়া হয়েছে তাকে।

সবশেষ তথ্য বলছে, তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে। তবে ঢাকা পোস্টকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন, তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। সারভাইভ করে গিয়েছে। সবশেষ প্রাপ্ত খবর বলছে, তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে।

এর আগে তামিম ইকবালের অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে ঢাকা পোস্টকে তিনি জানিয়েছিলেন, সাভারের হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তামিম ইকবালকে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *