আবুধাবি টি–টেন লিগে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের ওপর ভর করে সাইফ হাসানের আস্পিন স্ট্যালিয়ন্সকে ৪ রানে হারিয়েছে নর্দান ওয়ারিয়র্স।
দিনের প্রথম ম্যাচে প্রথমবার টি–টেন লিগে খেলতে নেমে বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই ছাপ রাখতে পারেননি সাইফ। ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে দুই ছক্কায় ১৭ রান দেন তিনি। ব্যাট হাতে ১১ বলে ১৫ রানের ছোট ইনিংস খেলে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
১১৫ রানের টার্গেটে খেলতে নেমে ১১০ রানে থামে স্ট্যালিয়ন্সের ইনিংস। নর্দান ওয়ারিয়র্সের হয়ে ৩ উইকেট তুলে নেন শাহনাওয়াজ দাহানি। তাসকিন আহমেদ ২ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে টসে জিতে বোলিং নেওয়া স্ট্যালিয়ন্সের বিপক্ষে নর্দান ওয়ারিয়র্স নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে তোলে ১১৪ রান। জনসন চার্লসের ৩৪ বলে ৫৫ এবং কলিন মুনরোর অপরাজিত ২১ বলে ৩৮ রানের ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দেয়।

