তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, সারাদেশে ৬৫ হাজার স্কুলে পাঠদান স্থগিত

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, সারাদেশে ৬৫ হাজার স্কুলে পাঠদান স্থগিত

দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আজ রোববার (৯ নভেম্বর) থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

শনিবার বিকেলে শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। সংগঠনের নেতা ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা শহীদ মিনারে অবস্থান এবং বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি চালিয়ে যাবেন।

শিক্ষকদের অভিযোগ, শনিবার পুলিশ তাঁদের মিছিলে বিনা উসকানিতে হামলা চালায়। তবে পুলিশের দাবি, শিক্ষকরা নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী হলে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন–স্কেলের ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন। তাঁরা এখন ১০ম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানাচ্ছেন।

সম্প্রতি রিটের রায়ে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন একধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। এতে সহকারী শিক্ষকরাও সমান সুযোগের দাবি তুলেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতনগ্রেড উন্নয়নের বিষয়টি বিবেচনা করছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবিগুলোর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *