দলের শক্তি বাড়াতে আইপিএল থেকে আনা হল নতুন কোচিং স্টাফ

দলের শক্তি বাড়াতে আইপিএল থেকে আনা হল নতুন কোচিং স্টাফ

আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হলো নতুন এক মুখ। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অক্ষয় হিরামান্থকে নতুন পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অক্ষয় ইতোমধ্যে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আইপিএলের পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। প্রধান কোচ ফিল সিমন্স-এর নেতৃত্বে থাকা বর্তমান কোচিং স্টাফে এখন থেকে তিনিও যুক্ত থাকবেন। এই স্টাফে আরও রয়েছেন সিনিয়র সহকারী কোচ ও ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন, পাওয়ারহিটিং কোচ জুলিয়ান উড, পেস বোলিং কোচ শন টেইট, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।

উল্লেখ্য, অক্ষয়ের আগে বাংলাদেশের এই পদে কাজ করেছিলেন আরেক ভারতীয় শ্রীনিবাসন চন্দ্রশেখর, যিনি ২০২৩ সালে দায়িত্ব ছাড়েন। এরপর সর্বশেষ পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দায়িত্বে ছিলেন পাকিস্তানের মহসিন শেখ, যার সঙ্গে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বিসিবি চুক্তি বাতিল করে। মহসিনের বিদায়ের পর থেকে বাংলাদেশের শাওন জাহান অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন।

নতুন এই অ্যানালিস্টের অন্তর্ভুক্তি দলকে পরিসংখ্যান এবং কৌশলগত দিক থেকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *