দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকার চিত্র পাল্টে দেবো: গোলাম পরওয়ার

দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকার চিত্র পাল্টে দেবো: গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি না মানলে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে বলে হুশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পর রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় সেদিন ঢাকার চিত্র অন্য রকম হবে।”

আট দলের পক্ষ থেকে এই দাবিগুলো উপস্থাপন করা হয়। জামায়াতের পাশাপাশি এই জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গোলাম পরওয়ার জানান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টার নির্দেশে তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং আলোচনার আশ্বাস দেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আট দলের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে আদেশ জারি ও চলতি মাসের মধ্যেই গণভোট আয়োজন।
২. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার।
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *