জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল। সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবেন।
সমাবেশে অংশ নেওয়া নেতারা বলেন, “এই পাঁচ দফা দাবিকে এখন গণদাবিতে পরিণত হয়েছে। দাবিগুলো না মানা হলে আন্দোলন তীব্র ও আরও শক্তিশালী হবে। জনগণ এই দাবি আদায়ের প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আগামী নির্বাচনের আগে গণভোট করানোই একমাত্র সমাধান। যারা ক্ষমতায় বসার জন্য অপেক্ষা করছে, তারা এ গণভোট নিয়ে টিটকারি মূলক মন্তব্য করছে।”
তারা আরও বলেন, “যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে বাধ্য হব।”
দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা, নভেম্বরে গণভোট আয়োজন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ রাখা, নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানকারী আটটি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

