ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় ঘটানো ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভূটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে। গতকাল দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা সবার মনকে ব্যথিত করেছে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক বুঝতে পারছি। পুরো দেশ তাদের পাশে আছে।”
মোদি আরও বলেন, “আমাদের তদন্ত সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এর পেছনে আছে, তাদের কেউই ছাড় পাবে না। এই ঘটনায় দায়ী সকলকে বিচারের আওতায় আনা হবে।” তিনি জানান, ঘটনার পর থেকে তিনি তদন্ত সংস্থার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন এবং তদন্তের গতিবিধি নজরদারিতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে লালকেল্লার বাইরে মেট্রোর এক নম্বর গেটের কাছে একটি হুন্ডাই আই২০ গাড়িতে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আরও ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে কাছাকাছি থাকা অন্যান্য গাড়ি ও স্থাপনায়ও ক্ষতি হয়েছে।
দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, বিস্ফোরণের পর ফরেন্সিক দল, সন্ত্রাস দমন এজেন্সি (এনআইএ) এবং কম্যান্ডো বাহিনী (এনএসজি) ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ—গাড়িতে আগে থেকেই বিস্ফোরক রাখা হয়েছিল কি না, নাকি জ্বালানি ট্যাংকের কারণে বিস্ফোরণ ঘটেছে—এ বিষয়গুলো এখনও স্পষ্ট নয়।
সূত্র: এনডিটিভি

