বাজে ফর্ম আর শৃঙ্খলাজনিত কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলে জায়গা পাচ্ছেন না সাব্বির রহমান। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ভক্তদের আগ্রহ এখনো তার প্রতি অটুট। আসন্ন এশিয়া কাপের দলে ফেরার দাবি তুলেছেন সমর্থকরা। যদিও সেখানে সুযোগ পাওয়া কঠিন, তবে সুখবর হলো—টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরছেন সাব্বির।
আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন সাব্বির রহমান। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ধারণা করা হচ্ছে, নিজের বিভাগ রাজশাহীর হয়ে খেলবেন সাব্বির। চার দিনের এনসিএলে সবসময়ই রাজশাহীর প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত টি-টোয়েন্টি এনসিএলে অংশ নেননি সাব্বির; সেবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টেন টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন তিনি। এবার অবশ্য ঘরোয়া মঞ্চেই ফিরবেন এই মারকুটে ব্যাটার।
এছাড়া নাসির হোসেনকে রংপুর বিভাগের হয়ে খেলতে দেখা যাবে। এবারের টুর্নামেন্ট বগুড়া, রাজশাহী ও সিলেট—এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তার ভাষায়, ‘ভেন্যু ঠিক করা বেশ চ্যালেঞ্জিং ছিল। একই জায়গায় দুইটি মাঠের প্রয়োজন হয়। অনেক আলোচনা শেষে আমরা তিনটি ভেন্যুতেই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।’
অতএব, দীর্ঘ অপেক্ষার পর আবারও ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন সাব্বির রহমান।