জামায়াতে ইসলামী ও ঢাকা-১৫ সংসদীয় আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জামায়াত সর্বগ্রাসী যুদ্ধ ঘোষণা করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে সমর্থক গোষ্ঠী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারও সঙ্গে আপস করবে না। আমাদের রাজনীতি শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়; কথা ও কাজে মিল রেখে দেশ ও জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “অনেক মানুষ বা দল নির্বাচনের আগে বাংলাদেশকে বিদেশের মতো উন্নত করার স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর তা রাখে না। বিগত ৫৪ বছরে দেশবাসী বহুবার এমন প্রতিশ্রুতিবাজদের মুখোমুখি হয়েছে। এবার ভোটারকে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।”
জামায়াত আমির বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। আমরা কারো নির্দেশনায় চলব না, কাউকে দাদা বা বড় ভাই হিসেবে মানব না। নিজের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মানের সঙ্গে দেশ পরিচালনা করব। পররাষ্ট্রনীতিতে বন্ধুত্ব ও সমতার ভিত্তি বজায় রাখব, তবে কারো কাছে নতজানু হব না।”
তিনি যুব সমাজকে স্বনির্ভর ও সক্রিয় করার গুরুত্বও উল্লেখ করেন। “আমরা এমন প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা সরকারের মুখাপেক্ষী না হয়ে স্বতঃপ্রণোদিতভাবে দেশ গঠনে সহায়তা করবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “এতোদিন অতীত নিয়ে কামড়াকামড়ি করার কারণে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। এখন দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। জামায়াত সরকার গঠন করলে নৈতিক ও উন্নত জাগতিক শিক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সভ্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন ও মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।
এর আগে জামায়াত আমির পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমা, বাইতুল আরাফা মসজিদে আসর এবং বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন এবং কুশল বিনিময় করেন। মাগরিবের নামাজের পর পশ্চিম মনিপুরে জামায়াতের সুধী সমাবেশেও বক্তব্য দেন তিনি।

