জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আয়ারল্যান্ড সিরিজের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মূলত স্বল্প সময়ের জন্য দলের সঙ্গে কাজ করবেন তিনি।
বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, যদিও এক সিরিজে টেকনিক্যাল বিষয়গুলো পুরোপুরি ঠিক করা সম্ভব নয়, আশরাফুলের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শান্ত বলেন, “খেলোয়াড়রা সবাই খুবই উচ্ছ্বসিত। উনি এত বছর খেলেছেন এবং এখন কোচ হিসেবে এসেছেন। টিভিতে খেলা দেখেছি, ড্রেসিংরুমে শেয়ার করার সুযোগ হয়নি, তাই খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা আছে।”
শান্ত আরও যোগ করেন, “এক সিরিজে পুরো দলের উপর নিজের ছাপ ফেলা বা সব কিছু ঠিক করা কঠিন। তবে আশা করি, উনার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।”
আশরাফুলের নিয়োগে সাবেক কোচ সালাউদ্দিনের চলে যাওয়া প্রসঙ্গে শান্ত বলেন, “এগুলো নিয়ন্ত্রণের বাইরে। আমি যা নিয়ন্ত্রণে আছে, সেটাই নিয়ে কাজ করতে পছন্দ করি। বাইরে অনেক কিছুই ঘটবে, তাই তা নিয়ে বেশি চিন্তা করা ঠিক হবে না। যা নিয়ন্ত্রণে আছে, সেটাই মূল বিষয়।”

