বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর থেকেই ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সেই ধারাবাহিকতায় রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করেন। স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখে গভীর দুঃখ প্রকাশ করে বুলবুল বলেন, “একসময় এখানে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ হতো। কিন্তু এখন মাঠের করুণ অবস্থা দেখে আমার কান্না চলে এসেছে।”
তিনি জানান, নারায়ণগঞ্জের ক্রিকেট উন্নয়নে বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনটি উইকেট থাকলেও ভবিষ্যতে কমপক্ষে ২০টি উইকেট নির্মাণ করা হবে। পাশাপাশি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও কোচিং সুবিধা বাড়ানো হবে।
বুলবুল বলেন, “আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এমন উন্নয়ন করব যাতে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের আর ঢাকায় যেতে না হয়। এখানেই তারা অনুশীলন ও প্রশিক্ষণের সব সুযোগ পাবে।”
ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের নিয়েও আশাবাদী বিসিবি সভাপতি। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকেই দেশের আগামী দিনের তামিম ও সাকিব উঠে আসতে পারে। এজন্য তিনি একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও ব্যক্ত করেন।
বুলবুল আরও বলেন, “ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। তবে এখানকার তরুণদের ভেতর আমি আগামী দিনের সম্ভাবনা দেখছি। আমার আত্মবিশ্বাস আছে, আমি যা বলছি তা বাস্তবায়ন করতে পারব। কারণ আইসিসিতে থাকাকালে এমন কাজই করেছি।”