নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার রাতে ঢাকার গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে শফিক (২৪) এবং তাঁর চাচাতো ভাই রাশেদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১–এর অপারেশন কর্মকর্তা গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামিরা বরিশালের মুলাদী উপজেলার উত্তর গাউছিয়া এলাকার বাসিন্দা এবং ঢাকার জিগাতলা এলাকায় বসবাস করেন।
এজাহারের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর মায়ের কাছ থেকে চার লাখ টাকা পাওনা সংক্রান্ত স্ট্যাম্পের লেনদেনের অজুহাতে আসামিরা তরুণীকে মাইক্রোবাসে তুলে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি দশ পাইপ এলাকায় নিয়ে যান। সেখানে শফিক অন্য আসামিদের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

