নির্বাচনী প্রচারণায় ড্রোন ও পোস্টার ব্যবহার নিষিদ্ধ

নির্বাচনী প্রচারণায় ড্রোন ও পোস্টার ব্যবহার নিষিদ্ধ

আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ড্রোন ব্যবহার ও বিদেশে প্রচারণা চালানোও নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে ইসি নতুন নির্বাচনী বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। বিধিমালা পরিবেশবান্ধব ও নিয়ন্ত্রিত প্রচারণার ওপর জোর দিয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় ২০টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।

নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগমাধ্যমেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা জমা দিতে হবে এবং প্রথমবারের মতো একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে।

বিধিমালা লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা, রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকা জরিমানা আরোপ করা যাবে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও ইসিকে দেওয়া হয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *