ঢাকা শহরজুড়ে নির্বাচনী পোস্টার ও ব্যানারের ব্যাপক ব্যবহার নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলগুলোকে সরাসরি সতর্ক করেছেন। নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকের শুরুতেই তিনি বলেন, “নিজ উদ্যোগে এখনই সব পোস্টার সরাতে হবে। অন্যথায় আমরা সহ্য করবো না। অন্ধভাবে এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেব।”
সিইসি আরও জানান, আচরণবিধি অনুযায়ী শহরে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ। “যারা লাগিয়েছেন, তারা নিজে থেকে সরিয়ে ফেলবেন, আর যেন কেউ নতুন করে পোস্টার না লাগায়। যারা তা করবে না, তাদের নিয়ত সাফ নয় বলে আমরা মনে করবো।” তিনি এও বলেন, বিধি ভাঙলে কমিশন কঠোর পদক্ষেপ নেবে।
এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে সংলাপের গুরুত্বও মনে করিয়ে দেন। বলেন, “নির্বাচনে আপনারা অংশ নেবেন, আমরা রেফারির ভূমিকায় নিরপেক্ষ থাকতে চাই। দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা মুশকিল। সকল নিবন্ধিত ৫৪টি দল আমাদের কাছে সমান। ভোটের আগে, সময় ও পরে সহযোগিতা আশা করছি।”
সিইসির এই সতর্কবার্তা মূলত নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে এবং আচরণবিধি যথাযথভাবে মানা নিশ্চিত করতে দেওয়া হয়েছে।

