বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে অংশ না নিলে সেটি সংশ্লিষ্ট দলের রাজনৈতিক স্বাধীনতা। তবে যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে, তারা ভবিষ্যতে রাজনীতির মাঠ থেকেই মাইনাস হয়ে যাবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সংশয় নেই। যদিও কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির চেষ্টা করছে, তবে এটি তাদের কৌশল মাত্র। তার মতে, এবারের নির্বাচন হবে রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা।
তিনি বলেন, নিম্নকক্ষ বা পিআর নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। বিএনপি মনে করে, মাঠের আলোচনা মাঠেই জবাব দেওয়া হবে। পিআর বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়—এটি শুধু মাঠ গরম করার জন্যই করা হচ্ছে। দেশে ইতোমধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে, যারাই এর বিপক্ষে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এর কিছু অঙ্গীকার অযৌক্তিক মনে করছে বিএনপি। তবে বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা করা হবে। সংবিধানের ঊর্ধ্বে কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
আগামী নির্বাচনে জোট প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, জামায়াতের সঙ্গে কোনো জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে সমঝোতা হতে পারে। আগামীর সরকারেও তারা অংশীদার হতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা চলছে, যদিও তা এখনো চূড়ান্ত হয়নি। বিগত আন্দোলনে যেসব দল অংশ নিয়েছিল, তাদের সঙ্গেও জোট হতে পারে বলে ইঙ্গিত দেন সালাহউদ্দিন আহমদ।