নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতা–কর্মী আটক

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতা–কর্মী আটক

ঢাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. তরিকুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে এই ৪৩ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে নাশকতার পরিকল্পনা ও সংগঠনের পুনর্গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে।

এর আগে গত মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন স্থান থেকে একই অভিযোগে আরও ৪৪ জনকে গ্রেপ্তার করে ডিবি।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ “ঢাকা লকডাউন” কর্মসূচি ঘোষণা করেছিল। সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীতে গত কয়েক দিন ধরেই পুলিশ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *