এশিয়া কাপের প্রস্তুতিকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। ম্যাচগুলো নির্বিঘ্ন করতে স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কারের কাজ ইতোমধ্যেই শুরু করেছে বিসিবি, যার জন্য খরচ ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা।
এ প্রসঙ্গে বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাডলাইট উন্নয়নের কাজ শেষ হলে রাতের ম্যাচ আয়োজনেও কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সিরিজকে ঘিরে সিলেটবাসীর মধ্যেও বাড়ছে উৎসাহ ও প্রত্যাশা।