নেপাল–ভারত ম্যাচের আগে কাল ঢাকায় আসছেন হামজা চৌধুরী
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
এই ম্যাচগুলো সামনে রেখে দলের তারকা মিডফিল্ডার ও লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী আগামীকাল (সোমবার) দুপুরে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান। তিনি জানান, “হামজা সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় আসবে। আর শমিত সোম আসবে ১১ তারিখ রাত ১২টার দিকে। নেপাল ম্যাচে হামজা খেলবে কি না, সেটা কোচের সিদ্ধান্ত।”
বাংলাদেশের এবারের এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত চার ম্যাচে দুটি ড্র ও দুটি হারের পর দলটির শেষ দুটি ম্যাচ বাকি। গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে বাংলাদেশের বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়।
বর্তমানে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় দলটি অনুশীলন করছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল–সবুজ জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন এবং একটি গোল করিয়েছেন সতীর্থকে।

