নৌকার সমর্থকদের উদ্দেশে ফখরুল: ধানের শীষ সবসময় আপনাদের পাশে

নৌকার সমর্থকদের উদ্দেশে ফখরুল: ধানের শীষ সবসময় আপনাদের পাশে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহু বছর ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে আওয়ামী লীগের ‘নৌকা’ আর বিএনপির ‘ধানের শীষ’। তবে এবারের নির্বাচনে নৌকা নেই, কারণ নৌকার মূল মাঝি সবাইকে ফেলে ইন্ডিয়া চলে গেছেন। তাই হতাশ না হয়ে জনগণকে ধানের শীষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।

নৌকার সমর্থক ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “দেশের মানুষ পিআর (Proportional Representation) বুঝে না, অথচ আট দল সেটি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। গণভোটকে কেন্দ্র করে নির্বাচনের সময় পিছিয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আগে ভোটে জিতুন, তারপর পিআর বাস্তবায়ন করুন—জোর করে চাপিয়ে দিলে আমরা তা মেনে নেব না।”

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *