পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যে বিষয়ে বৈঠক করতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যে বিষয়ে বৈঠক করতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুরে পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম। বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে রাজনৈতিক পরিসর ও দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচিত হয়।

রবিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠক হয়। এরপর প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতেরও পরিকল্পনা রয়েছে।

সূত্র জানায়, বৈঠকগুলোতে ইসহাক দার দুই দেশের সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *