শিরোনাম :
সাকিব আল হাসান নতুন করে যে মামলার আসামি হতে পারেন রাজধানীতে আওয়ামী লীগের মিছিল যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের নেগোসিয়েশনের যে উদ্যোগ নিয়েছে সরকার আইপিএলে মুস্তাফিজ যে রেকর্ড এখন পর্যন্ত ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার যে কারনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র চিকিৎসার জন্য দেশের বাইরে যে দেশে যাচ্ছেন তামিম যার কথায় নাম পরিবর্তন করছেন আল্লু অর্জুন, আলোচনায় নেটদুনিয়া বিশ্বে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান কতো? শীর্ষে আয়ারল্যান্ড থাইল্যান্ড সফরে যে সব সাফল্যের যেসব বার্তা আনলেন ড. ইউনূস ড. ইউনূস ও মোদির বৈঠক নিয়ে যা বলেন মির্জা ফখরুল ড. ইউনূস ও নরেন্দ্র মোদীর প্রথম বৈঠকে, হাসিনাকে নিয়ে যে আলোচনা হল বাংলাদেশি তরুণ ভাড়াটে রুশ সেনা হিসেবে ইউক্রেন যুদ্ধে গিয়ে নিহত জোড়া খুন, হুকুমের আসামি ছোট্ট সাজ্জাদ ও তাঁর স্ত্রী যে কারনে রয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’ ২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ থেকে জানা গেলো এক চমকপ্রদ তথ্য অবশেষে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যে বিষয় বৈঠকে বসছেন মোদি যেখানে দেখা গেলো পলাতক সাবেক ৪ মন্ত্রীকে বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান জানিয়ে যা বলেন ভারতের ত্রিপুরার রাজপরিবার প্রধান এবার যেখানে প্রকাশ্যে দেখা গেল হাছান মাহমুদকে ঈদএর দিনও যেভাবে ফিলিস্তিনকে স্মরণ করলেন হামজা

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন সামান্থার

মাহমুদুল হাসান / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশকাল: রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

বিচ্ছেদ সামান্থা রুথ প্রভুর জন্য এক বড় আঘাত হয়ে এসেছে। নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে ভাঙার পর একের পর এক সমস্যা তার জীবনে হানা দিয়েছে। অভিনেত্রী খোলামেলাভাবে জানিয়েছিলেন যে তিনি তার মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, সেখানে আর কারও জায়গা নেই। তবে, প্রেম কখনোই আগাম বলে আসে না! যে সামান্থা মনের দরজা বন্ধ করে রেখেছিলেন, তিনি এখন বলিউডের খ্যাতনামা পরিচালকের মনের কাছাকাছি পৌঁছেছেন। সম্প্রতি তাদের হাত ধরাধরি করতে দেখা গেছে সামান্থা এবং রাজের।

অপরদিকে, নাগা চৈতন্য সম্প্রতি শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন। বিয়ের পর শোভিতার সঙ্গে সুখী গৃহকোণের ছবি শেয়ার করেছেন নাগা, যা আবারও সামান্থাকে নিয়ে আলোচনা শুরু করেছে। নাগা এবং সামান্থার সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ—এগুলো সবই বারবার শিরোনামে উঠে এসেছে, এবং নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন চলছে।

এখন শোনা যাচ্ছে, নাগা দ্বিতীয় বিয়ে করার পর, নিজের সম্পর্কের বিষয়েও নাকি সিলমোহর দিয়েছেন সামান্থা। অনেকের দাবি, নাগার সঙ্গে বিচ্ছেদের পর সামান্থা নাকি রাজ-ডিকে জুটির পরিচালনায় কাজ করতে গিয়ে রাজ নিদিমোরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছেন। আর সেই কারণেই রাজের সঙ্গে পরপর কাজ করছেন তিনি।

গত বছরের নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে অভিনয় করেন সামান্থা। এর আগে, ২০২১ সালে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এও সামান্থাকে দেখা গিয়েছিল রাজ-ডিকের পরিচালনায়।

এবার, সামান্থা রাজের সঙ্গে পিকাবল চ্যাম্পিয়নশিপের একটি অনুষ্ঠানে অংশ নেন এবং তার নিজের দল ‘চেন্নাই সুপার চ্যাম্পস’-এর হয়ে গলা ফাটান। গোটা দলের সঙ্গে ছবি তোলার সময় রাজের হাতে হাত রেখেই দাঁড়ান সামান্থা, যা আবারও গুঞ্জন শুরু করেছে। তবে, সামান্থার জীবনে নতুন একজন মানুষকে দেখে তার অনুরাগীরা খুশি, এবং তার সুখী ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *