পল্টনে জামায়াতে ইসলামী ‘গণভোটসহ’ পাঁচ দফা দাবিতে মিছিল

পল্টনে জামায়াতে ইসলামী ‘গণভোটসহ’ পাঁচ দফা দাবিতে মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজারও নেতাকর্মী রাজধানীর পল্টনে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ এবং নভেম্বরে ‘গণভোট’ অনুষ্ঠানের দাবিসহ পাঁচ দফা দাবি আদায়ে মিছিল করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার পর ঢাকা মহানগর দক্ষিণের মিছিল মতিঝিল শাপলা চত্বর থেকে পল্টন মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। মহানগর উত্তরের মিছিলও নয়াপল্টন থেকে একই স্থানে পৌঁছায়। সংক্ষিপ্ত সমাবেশে দলের শীর্ষ নেতাদের বক্তব্যের পর মিছিলটি প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করবে।

এই কর্মসূচিতে জামায়াতের সঙ্গে একাত্মতা পোষণকারী বিভিন্ন সংগঠন—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি—ও আলাদা মিছিলের মাধ্যমে পল্টন মোড়ে হাজির হয়েছে।

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করাও রয়েছে। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে তারা সরকারকে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছিল।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “বৃহস্পতিবার আমরা প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে আমাদের দাবি উপস্থাপন করব। গণভোট অবশ্যই নির্বাচনের আগে এবং পৃথক দিনে অনুষ্ঠিত হওয়া চাই।”

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *