আগে থেকেই শোনা যাচ্ছিল বিপিএলের এবারের আসরে মোট ৬টি দল অংশ নিতে পারে। এর মধ্যে রংপুর রাইডার্স একমাত্র নিজেদের জায়গা ধরে রেখেছে। এছাড়া বিপিএলের আগের আসরগুলোর আর কোনো ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে থাকছে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিপিএলের দল চূড়ান্তের সময়সীমা ছিল। এদিন দুপুরে বিপিএলের গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা সভায় বসেন। সভা শেষে তারা জানান, আসন্ন বিপিএলে ৫টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিবে।
ফ্র্যাঞ্চাইজি গুলো হলো- ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট। বাদ পড়েছে কুমিল্লা ও বরিশাল।
জ্যোতির বিরুদ্ধে জাহানারার গুরুতর অভিযোগ, কী বলছে বিসিবি

সূচি অনুযায়ী, বেশির ভাগ খেলা ঢাকার বাইরের দুইটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা আছে। শুরুর কয়েকটি ও শেষের কিছু ম্যাচ মিরপুরের মাঠে হতে পারে। উইকেটের অবস্থা বিবেচনায় মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এরপর ১৯ ডিসেম্বর থেকে পর্দা উঠতে পারে টুর্নামেন্টের ১২তম আসরের। শেষ হতে পারে আগামী বছরের ১৬ জানুয়ারি।

