গত ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরে ভারত ও পাকিস্তানের ম্যাচ শুধু খেলার উত্তেজনাই নয়, রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ম্যাচ চলাকালীন পাকিস্তানের দুই ক্রিকেটার—সাহিবজাদা ফারহান ও হারিস রউফ—কিছু ভঙ্গিমা দেখান, যা ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)কে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে বাধ্য করেছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর বিসিসিআই ইমেইলের মাধ্যমে অভিযোগ পাঠিয়েছে এবং আইসিসি সেটি গ্রহণ করেছে।
ম্যাচ চলাকালীন সাহিবজাদা ফারহান হাফ সেঞ্চুরি করার পর উদযাপনের সময় একে-৪৭ রাইফেল থেকে গুলি করার ভঙ্গি দেখান। অন্যদিকে, হারিস রউফ ভারতের ব্যাটিং চলাকালীন যুদ্ধবিমান ধ্বংসের মতো ভঙ্গি করেন। ভারতের বোর্ড এই দুই ঘটনার অভিপ্রায়কে ‘ইঙ্গিতপূর্ণ ও অনভিপ্রেত’ হিসেবে দেখছে।
যদি অভিযুক্ত দুই ক্রিকেটার লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তাহলে বিষয়টি শুনানির পর্যায়ে যেতে পারে। ওই সময় তাদের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজির হতে হতে পারে। এই টুর্নামেন্টে আরও একজন ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন অ্যান্ডি পাইক্রফট।
অন্যদিকে, এখনও আনুষ্ঠানিক নয়, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে অভিযোগ করতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ, ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম রাউন্ড ম্যাচ জয়ের পর সূর্যকুমার জেতা জয়কে ‘পাহালগাম সন্ত্রাসী হামলার ভুক্তভোগী পরিবারদের উদ্দেশে উৎসর্গ’ করেছিলেন। এতে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।
সূর্যকুমার সেই প্রসঙ্গে বলেন,
“আমাদের সশস্ত্র বাহিনীকে এই জয় উৎসর্গ করতে চাই, যারা অসাধারণ সাহস দেখিয়েছেন। আশা করি তারা আমাদের অনুপ্রাণিত করবেন।”
ফিরতি ম্যাচেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফ এবং ভারতের ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল একাধিকবার কথাকাটাকাটি করেছেন।
মোটমাট, মাঠের লড়াই ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচ রাজনৈতিক ও কূটনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার প্রভাব ক্রিকেট মাঠেও স্পষ্টভাবে পড়েছে।